ফিরে আসো মৌটুসিরা

শিহাব সরকার

 

রাতগুলি দিনগুলি ক্ষয়ে ক্ষয়ে …

ভোরের বেলা এসেছি নদীতীরে

মাঝিমাল্লারা কী গায় বুঝি না, এ কোন ভাষা।

 

ডাইনিরা ওড়ে সন্ধ্যার আকাশে

ডাহুকের গলায় রাত্রির রক্ত

বাগানে তবু নিমফল, বাতাসে ফুলরেণু।

 

শীতের পাখিরা দূরভূমি থেকে …

অরণ্য জাগে গহীনের কাদায়

নক্ষত্রলীলায় পরাবাস্তব চেনা রাত্রিরা।

 

অন্ধকারে থাকে শিখা, ঘণ্টাধ্বনি

আহা, ভুলপথে কারা গিয়ে মরে

ঝড়-ভূমিকম্প শেষে রাস্তা খুঁজে নিতে হয়।

 

ধ্বংসসূত্মপের ভিতরে কতকাল

জাগো স্বপ্ন, ফিরে আসো মৌটুসিরা

ঘোর অন্ধকারে গুহার মমি চোখ মেলেছে।

 

একে একে সব ফেরে, ভোর থেকে মধ্যরাত্রি

 

গুহাপ্রাচীরে নতুন বাইসন

ঘাসবনে জেগে ওঠে শিলালিপি

ফিরে আসে লুপ্তভাষা, গন্ধ, ফিকে মুখগুলি।