ফুলের গন্ধে ঘুম আসবে

মুহাম্মদ সামাদ

 

তুমি আসবে প্রেম আসবে

সূর্য উঠবে আলো ফুটবে

পুব আকাশে চাঁদ উঠবে

তারা ফুটবে উল্কা ছুটবে

ভালো কাটবে মন্দ কাটবে।ৃ

 

রোদ উঠবে আমি পুড়বো

বৃষ্টি নামবে আমি ভিজবো

রোদ উঠবে তুমি পুড়বে

বৃষ্টি নামবে তুমি ভিজবে

দখিন হাওয়া প্রাণ জুড়াবে।

 

আকাশ ভেঙে ঝড় উঠবে

ঢেউ উঠবে পাল ছুটবে

পাড় ভাঙবে নদী কাঁদবে

পাতা উড়বে পাতা ঝরবে

জল পড়বে পাতা নড়বে।

 

 

মানুষ উড়বে ফানুস উড়বে

পরী আসবে শিশু হাসবে

পাড়া ঘুমাবে স্বসিত্মত্ম নামবে

আমি থাকবো তুমি হারাবে

আমি হারাবো তুমি থাকবে।

 

আমি ডাকবো তুমি ডাকবে

বুক কাঁপবে বোবা থাকবে

বুক ভাঙবে চুপ থাকবে

চোখ কাঁপবে ভুরু নাচবে

ভয় থাকবে জয় আসবে।

 

দিন আসবে রাত আসবে

রাত পোহালে ভোর সকালে

পাখি ডাকবে গান গাইবে

নতুন প্রেমে নতুন ছন্দে

ফুলের গন্ধে ঘুম আসবে।

Published :


Comments

Leave a Reply