বঞ্চিতদের দলে

শ্যামসুন্দর কুন্ডু

 

কাল যে আকাশ ছিল আকাশের মতো।

কাল যে রাত ছিল রাতের মতো।

গৃহদ্বারে ছিল সাজসজ্জা

অভ্যন্তরে অভিজাত অতিথি।

আলোকসজ্জা আর খাবারের সমারোহ

প্রাচুর্যের অতিশয়োক্তি ছিল সবখানে।

কোথাও কোনোখানে ছিল না ঘাটতি।

 

শেষ রক্ষা হলো ঠিক

তবু কারা যেন জেনে গেল সব।

গোল বাধল বাইরে।

বাতাসে বাতাসে ছড়িয়ে এসব কিছু

অতিথিদের গায়ের পোশাকে

গন্ধ শুঁকে নিল।

 

বাতাস সবখানেই থাকে

তবু কোথাও কোথাও

নীরবেও ঘটে যায় বিপ্লব।

 

বিস্ফোরিত হয় আগ্নেয়গিরির মতো

যেমন রোমে রুশে কিউবায়

বিস্ফোরিত হয়েছিল।

 

যাদের খাবার

তারা ছিল বঞ্চিতদের দলে।