বনবাস

মোহাম্মদ সাদিক

 

তোমার দিকে তাকিয়েছিলাম তুমিও ছিলে একা

এ ব্রহ্মা–র কোথাও হয়তো কাব্য হয়নি লেখা

 

মহাশূন্যের মধ্যে তুমি একটি তারার মতো

অন্ধকার এই সৌরসভায় আলোর বিন্দু যত

 

সবাই দেখে তোমার চোখে একটি প্রদীপ জ্বলে

এই পৃথিবীর সব কবিতা তোমার কথাই বলে

 

সেই কথাটি শুনবো বলে অনেক রাত্রি জেগে

দুঃখ সুখের প্রাচীন মানুষ ভাসছে মেঘে মেঘে

 

সেই মেঘেরই বৃষ্টিতে আজ বৃক্ষমানব দেখে

এক জিকিরে একটি ফকির হাজার কাব্য লেখে

 

দিনের কাছে রাত্রি ফুরায় জাদুর পাখির ডাকে

কবি হারায় ঘরবাড়ি, সে বনবাসেই থাকে

 

বনবাসে থাকেন কেন বন তো কোথাও নেই

মনের মধ্যে বিশাল বন নিবাস সেখানেই।