বসন্তদিন

সমরেশ চৌধুরী

 

কথা দিয়েছিলে তুমি আসবে!

ফাগুন হাওয়ার সাথে,

পলাশ-বিছানো লাল পথে।

আগমনী সুরে কোকিলকণ্ঠ,

এ-বসন্ত তোমার জন্য।

 

কথা দিয়েছিলে তুমি আসবে!

অসময়ের বৃষ্টিতে।

ভিজেছি আমি,

শুকিয়েছি নীরবতায়।

কিছু ফোঁটা তোমাকে স্পর্শ করে,

কিছুটা আমায়।

 

কথা দিয়েছিলে তুমি আসবে ফিরে!

ভুবনডাঙার তীরে

বসন্ত পূর্ণিমায়।

লাল রঙে রাঙিয়ে দেবে মন,

আবিরে কপাল।

লাজুকতা লজ্জা পাবে,

এ আমার আকাল।

 

মন বলছে আজ তুমি আসবে!

ফাগুনের এই অকাল বৃষ্টিতে,

অপেক্ষা বৃষ্টি হয়ে ঝরে।

বারবার বসন্ত

তোমার জন্য ফিরে ফিরে আসে