বসন্ত

মনিকা রহমান বন্দ্যোপাধ্যায়

 

ফুলে ফুলে ছেয়ে গেছে সমস্ত বাগান

হাওয়ারাও গাইছে শুধু

বসন্তেরই গান,

আমরাই ঘরে বসে আছি

পাইনি কোনো কিছুই

সব দেখেছি আর ভাবছি

এটাই কি আমাদের বসন্ত?

তমোহর তোমার গিটার তো আমার

ঘরে নেই, কারণ

তুমি তো জানো আমার কোনো

ঘর নেই, ঠিকানা নেই।

তমোহর তোমার গিটার

এখনো এবং চিরদিনই

বাংলার ঘরে ঘরে আছে,

আমি তো তোমার একজনই মাসি