বাগানের দেবী

রণজিৎ দাশ

 

যখনই তোমাকে দেখি, অদম্য রমণী তুমি –

চৈত্রঝড়ে তছনছ বাগানের মতো এত প্রাণবন্ত, টাটকা, সতেজ?

ভাঙা ডালে, ছেঁড়া ফুলে, ঝরাপাতা, পাখির পালকে

ল-ভ-, বৃষ্টিভেজা মাটির সুগন্ধে-ভরা দুরন্ত যুবতী!

তোমাকেই দেখি আমি, ঘুরেফিরে, শীতে গ্রীষ্মে কলহে বিচ্ছেদে

অটুট, ভ্রূক্ষেপহীনা; যেন তুমি তুফান-শিকারি –

বজ্রপাতে শুদ্ধ-হওয়া তোমার বাতাসে আরো ঘন অক্সিজেন

বুক ভরে টানি, আর আমারও মাথায় বাজে মৃত্যুহীন পাখিদের সুর –

তুমি বাগানের দেবী, তোমার শরীর

তিন লক্ষ লুক্কায়িত ফুলের অঙ্কুর!

Published :


Comments

Leave a Reply