বিভাবরী

বীথি চট্টোপাধ্যায়

 

শখ করে শুয়েছিলাম

এত গভীর ছিল সে কাম…

বিদ্যুতে বর্ষণে কয়েকবার;

যেন প্রথম সরে গেল অন্ধকার

কিছু দূরে পড়েছিল জামাকাপড়

সবকিছু বদলে দেয় সেই আদর,

চাঁদের আলো,

থরোথরো মধ্যরাত চমকালো

বিপর্যয় উঠে আসে বুকের ওপর

বিদ্যুতে বর্ষণে তারাভরা কত আদর

এত সাহস; ভেঙে পড়ে গেল সমাজ

বড় বড় দুর্যোগে প্রেমের তো এটাই কাজ

তারপরে যেমন হয়,

কয়েকটা ধাক্কাতেই খুলে গেল এই হৃদয়

আরো আঘাত

সারাজীবন ভেঙে দেওয়া একটা রাত

বৃষ্টিময় এই জগৎ; এখানে আর কে-ই বা কার

বর্ষণে বিদ্যুতে শুয়েছিল ঘন আঁধার…