বিভ্রম

মাহবুব বারী

 

শান-বাঁধানো ঘাটে বসে আছে একজন।

দৃষ্টি নিবদ্ধ পুকুরের জলে।

 

আমরা চারজন দূর থেকে দেখছি –

জল কেমন করে জলের সাথে মিশে আছে!

মানুষ কেন পারে না? – এই কথাই

ভেবে যাচ্ছে শুধু – একজন বলে উঠল।

অন্যজন বলল, এমন হতে পারে ব্যর্থ প্রেমিক

কোনো, হৃদয়ের ক্ষত যদি দূর হয়

এইখানে বসে থেকে, নির্জনে, নিরালায় – এই আশা।

সংসারের জটাজাল ছিন্ন করে কীভাবে

পালাবে – তৃতীয়জন বলল।

আমি বললাম, না – কবি সে, পুকুরের

জলে নিজের ছায়া দেখছে।

 

হয়তো এসবের কিছুই না, শুধু শুধু।