বিশ্বফাটানো বিলাপ

হাফিজ রশিদ খান

জ্ঞানের বিভিন্ন পর্ব যখন আয়ত্ত করে মানুষেরা
ততদিনে তাহারা বুড়িয়ে যায় বেশ
বিষয়টা আপাতত এই : নগ্নতা সুন্দর
অথবা সুন্দর নগ্নতায় থাকে কি না

নানা পাকেচক্রে পাক্কা হওয়া নারী ও পুরুষ
ব্যক্তিগত নগ্নতায় সভ্যতার সৃজন ও বুননে অসাধারণ
অবদান রাখল, অথচ
কোনো কোনো স্থিরচিত্রে কিংবা সিনেমায়
ওরকম দৃশ্যে বিচলিত হন তারাই সর্বাগ্রে

ওই সম্ভ্রান্ত বয়সীগণ নিজেদের
ফেলে আসা জৈবজীবন যাচ্ছেন ভুলে
ওতে আশ্চর্য হবার কিচ্ছু নেই
ভাবনাটা বরং এখানে যে, তারা
প্রধানত যৌবনপ্রসূত, সৌন্দর্যমণ্ডিত
এই মানবিক পৃথিবীর প্রতি আস্থাটাও
ক্রমে ক্রমে
হারাতে যাচ্ছেন
এটা কি তাদের খুব নিজস্ব-গোপন ক্ষয়ে যাওয়ার বিরুদ্ধে
এক ধরনের বিশ্বফাটানো বিলাপ!