বিষয়টি পোকা

হাবিবুল্লাহ সিরাজী
শিরীষের পেটে পোকা ডাকে
হল্লা যা হবার
তা দেরাজ গলিয়ে করিডোরে পৌঁছুতেই
মনে করিয়ে দেয় গতসন্ধ্যার শ্রী
যেখানে একটি রাজপথ
তার তো জনপথ হবার কথা ছিলো
এখন সকালদ
ভেংচি কাটলে যতো মাকাল
রাজনীতি কি গণনীতি?

এই দুপুরে
কাদা যখন পা থেকে হাতে
নাক তার গন্ধ পায়
চোখ যদিও অসীম পাহারায়
করিডোরে হোঁচট খেতে-খেতে
পোকা নামে আলপথে
কাঠ ও কাদা এক বরাবর
শাসন কি সেবা?

বিষয়টি পোকা
আগুনে পুড়লে তবে না ছাই
বালাই!