বৃষ্টিঘোরে এক সন্ধ্যা

ইকবাল হাসান

বৃষ্টি সঙ্গে নিয়ে কারো আসার
কথা ছিল ঘোর সন্ধ্যাবেলা।
আমার সামনে অপেক্ষমাণ সমুদ্র,
উপরে আকাশ। নদী ও নিসর্গের মতো
আমরা ভিজবো আজ আসন্ন সন্ধ্যায়
কথা ছিল হেঁটে যাবো বহুদূর,
পিছনে থাকবে পড়ে গাঙচিলের দীর্ঘশ্বাস,
ব্রা ও বিকিনি আর বৃষ্টির নূপুর ।
কথা ছিল হেঁটে যাবো বহুদূর,
ঘোর সন্ধ্যাবেলা

যার আসার কথা ছিল
বৃষ্টি পাঠিয়ে দিয়ে সে কিন্তু এলো না।
এলো বিষণ্ণতা। ঝরা পাতা। গাঢ় অন্ধকার।

যার আসার কথা ছিল সে তাহলে কোথায় হারালো?
আমার ভেতর থেকে আমি নই, যেন অন্য কেউ
বৃষ্টিকে ‘তুমি’ ভেবে বৃষ্টিঘোরে দুহাত বাড়ালো!