বৃষ্টিনদী

চোখের কোণে নামল টলোমলো

বৃষ্টিনদী, ভিজল দুইধার

অন্ধকারে কাঁপছে সরোবর

স্তব্ধ হলো হৃদয় পারাবার!

 

বৃষ্টি মুছে আঙুর মেখে ঠোঁটে

নামল ঝড় তোমার সিঁথি জুড়ে

হঠাৎ করে তুফান ঢেউ আজ

বিষম তোড়ে আছড়ে পড়ে দূরে।

 

বৃষ্টি দেখে জোরসে দাও টান

আয় রে নদী, ভিজুক চারপাশ

অাঁধার রাতে কাঁপছে সরোবর

বুকের কাছে ভাসল রাজহাঁস।

 

অন্ধকারে তোমার ঠোঁটে ঝরে

আর্দ্র মধু, প্রেমের নিরাময়

মুগ্ধ হয়ে উঠল ফুঁসে জল

ভাসল তরী, নাই রে কোনো ভয়!