বৃষ্টিস্নানে বসুন্ধরা

শামসুল ফয়েজ

 

সড়কদ্বীপের ঘাসের দঙ্গল,

পথের পাশের তরুবীথি,

ছাদবাগানের টগরবেলির পুষ্পকলি;

লোহার রেলিং জাপটে-ধরা কুঞ্জলতা

হঠাৎ সুখের বৃষ্টিস্নানে আত্মহারা।

 

লাউয়ের জাংলায় উন্মথিত

তানপুরাটায় খুশির দোলে বিপুল সাড়া।

ঝর্ণাজলে আনন্দিত ঝুলবারান্দা, দালানকোঠা,

ধুলার বহর, ধুঁকতে থাকা গরম শহর,

পিপাসার্ত বসুন্ধরা।

 

জলের ফোঁটায় হয় কুপোকাত

কণ্ঠনালি রুদ্ধ করা রুদ্র খরা।

মুখ খুলে খায়, হৃদয় জুড়ায়

পুকুর-ডোবায় শূন্য ঘড়া।

 

পাতার শিরায় খুব শিহরণ,

দূর্বাডগা নৃত্যপরা।

বৃষ্টিধারার নীলাভ জলে শুচিস্নানে

জুঁই-চামেলি-শ্বেতদোপাটি শুচিস্মিতা

দৃশ্যপটে বর্ষাঋতু জলরঙে হয় সুচিত্রিতা।

Published :


Comments

Leave a Reply