বেহুলা বাংলা-১

তানভীর মোকাম্মেল

আমাদের     আজন্ম ব্যর্থতার দায়ভার

     মায়ের মতো    রাখো আঁচলে

নিভৃতে গোন দিন     কেরানি গিন্নিসম

       সন্তানেরা হবে সফল

ফলাবে ফসল   কালজয়ী   মাঠে ও শয্যায়;

    মৃতপ্রায় পাবে ফের     সৃজনের ঘ্রাণ

 নদীর বালুচরে উঠবে হেসে    স্বর্ণলতা ধান

উষার জাগরণে    বাতাসে     আসবে ভেসে     

    বাংলার পাখিদের     অলৌকিক গান;

আর দিনান্তে    মেঘবতী    গোধূলিবেলায়

  পশ্চিম আকাশ    এক স্বর্ণালী মায়ায়

জানাবে বিদায়    বাংলার গ্রাম-মাঠ-নদীজল

  কী এক    সকরুণ    জলজ ভালোবাসায়;

  বেহুলা    কে ভুলতে পারে তোমায়  মহীপাল-গোপালের   এই বাংলায়