রোদে ছিল; বোধে ছিল না
বাঁধলাম তাকে নিষিক্ত-প্রণয়ে
সাধলাম সেই সাথে সুর আধা
পাকাপাকি বাকি বিজলি বাতির
কিনারায় নিয়ে
দেখি, দেখা যায় কিনা?

বোধে বাঁধি রাধিকারানি; কী জানি, কী চান্স, চলে
চালাচালি হয়, পরিণয় নয়, পিঁপড়ার গুড় জমে
বাড়িতে গদিতে, হিস্যা দুই আনা চার আনা
ফিসফাস, কানাঘুষা, উপরি-ওপর হয়!