বৌদ্ধবিহার

হাফিজ রশিদ খান

 

আমি অক্লান্ত বৌদ্ধবিহার

সময়ের সোপানে-সোপানে গেঁথে

রেখেছি হাজার বছরের চিহ্ন

 

মুক্তিকামী আমার উড়াল আকাশে-আকাশে

নাদব্রহ্মে করি বিচরণ

নক্ষত্রখচিত রাতে পর্বতমালার

চূড়ায়-চূড়ায়

মায়াভরা মাটিতে সবুজ ঘাসের ডগায়

প্রব্রজ্যা বাতাস –

জগতের প্রাণী, আমাকে তো চেনো সকলেই…

 

বাসনার জটিল জাজিম ঘেরা

এই বসুন্ধরা

বীরভোগ্যা বলে নিত্য কুরুক্ষেত্র

প্রণয়ন করি তাই স্থিতিস্থাপকতার বন্ধন

 

আর্যাবর্ত ভেঙে

রক্ত-উল্লাসের কান্নাতুর ঘরে-ঘরে

সুপেয় জলের বুকে জ্বলন্ত নির্বাণ

 

কঠিন চীবরে আমি চেতনার সমাহার…