ভাবুক

সরকার মাসুদ

 

ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে লোকটা; তার চোখ

কালোসবুজ তুলির মোটা রেখায় আঁকা ঘন গ্রামের দিকে

লোকটা শেষ বিকেলের বাতাস খাচ্ছে

তার আঙুল পুড়ছে বেগুনি আগুনে!

সে-সময় দিগন্তের পাখি উড়ে চলে যেদিকে সূর্যাস্ত!

রেলিং থেকে নিচে ঝুঁকে তাকালে

পানির যৌবন শব্দ করে চলে যায়!

 

ব্রিজ পেরিয়ে যাবার সময় লোকজন তাকে দ্যাখে

ভাবে, লোকটা নিঃসঙ্গ

তার কারণ লোকজন তার বেশভূষা দ্যাখে

তার ধূমপান আর পানির দিকে তাকিয়ে থাকা দ্যাখে

তার চিন্তা-চেতনা দ্যাখে না;

কেবল এক মুহূর্ত ভাবে, লোকটা নিঃসঙ্গ।

 

আসলে ভাবুক কখনোই নিঃসঙ্গ নয়

তার মাথায় থাকে ভালোবাসার ভাবনা-বেদনা

জীবিত ও অকালমৃতদের জীবনদর্শন

লোকটাকে সঙ্গ দেয় তারাই;

আর হ্যাঁ, সে যাদের কথা অবসরে ভাবে

তারা মোটেই স্পর্শ করতে পারে না তার মন।