মন

রাহুল ঘোষ

ভিতরঘরে তুমি অনেকক্ষণ নেই দেখে বিষাদ সাজাই

কী করে যে এখনো অমন নিষ্পৃহতা আঁকো

 

এখানে উদ্বেগ তাই পেতে বসে নিজস্ব সাঁকো।

 

 

এখানে পাতার ফাঁকে মাঝেমাঝে রোদ, কতদিন পরে

উঁকি দেয় অক্ষরযাপনে, অতল দিঘির মতো টানে

যোজন দূরত্বের রহস্য মিশে যায় চুলের বন্যায়

 

ঘুম-ঘুম অনাবিল ঠোঁট জাগে মনের আভায়।

 

জলজ রহস্যে ঢেকে থাকা মন, সে কবেকার?

তিক্ত ইতিহাস ভুলে বেঁচে-ওঠা মন, কবেকার?

তোমার কাজলচোখে সজল অন্ধকার মোছা, সে কবেকার?

 

 

কবেকার এই দিনের আলো ফিরেছে নতুন অবয়বে

মোহময় ছায়া আর কিছু চিত্রিত মায়ার টানে।