মাঘের নির্জনতা

সুহিতা সুলতানা

শীতের দুপুরে জাপটে ধরে হলুদ পাতা
আর ঋতুর বৈভব। মাঘের নির্জনতা কী
ভীষণ স্মৃতিময় করে তোলে দিনরাত্রি
কাচের বারান্দায় বসে দেখি নৈমিত্তিক
বৃক্ষের বিচিত্র বাকল, শিকারির কৌশল
মানুষের বেদনার্ত হৃদয়। কিন্তু অদ্ভুত
এক বিষয় মানুষ এখন মৃত্যুভয় থেকে
ক্রমশ দূরে সরে যাচ্ছে! অপেক্ষা ও
সময়ের ভেতরে সে অবলোকন করতে
চায় রৌদ্রময় দিন, কণ্ঠলগ্ন সমুদ্রের
লোনাজল। উত্তেজক চোখের নির্মাণ
থেকে কে না চায় দূরে সরে যেতে?
ক্ষমতা আর লোভকে পেছনে ফেলে
যে যায় আমি তাকে মুগ্ধ চোখে দেখি
এই ঘোরলাগা দিনে আমি তার অস্তিত্বের
খুউব কাছাকাছি গিয়ে দেখতে চাই
আলোর দিগন্ত ও অনুভূতির ঘনত্ব