মাঠের ওপারে

শাহজাদী আঞ্জুমান আরা

 

আবেগের স্তর আছে। উঠোন পেরিয়ে পথ

পথ ডিঙিয়ে হাওয়া

হাওয়ার ওপারেই মাঠ –

ক্রমশ মেলাতে থাকে। মেলাতে মেলাতে শূন্যে…

 

বাক্স-পেটরা যেখানে যেমন থাকার কথা

পড়ে থাকে সেভাবেই। শব্দহীন নূপুর উপুড় হয়ে

আবেগের পলেস্তারা ধীরে ধীরে খসে যায় –

 

এক, দুই, তিন, প্রতিদিন, প্রতিদিন…

তারচেয়ে ভালো গুটিয়ে নেয়াই

অবশিষ্ট কী থাকে তাহলে? কার জন্য কতটুকু?

 

উঠোন পেরুলেই তো বাঁক, বাঁক পেরুলেই মাঠ

মাঠের ওপারে কী? কী মাঠের ওপারে? তুমি?