মাধুকরী

শুভাশিস সিনহা

তুমি কাঙালিনী, আমিও কাঙাল, অন্তরীক্ষ-মদিরার ফুল

কামনার পরশনে কেঁপে ওঠে আমাদের রুদ্ধস্নায়ুমূলে

প্রস্ফুটিত বসমেত্মর দিন, সেই কবে গৃহহারা যে আমরা

ফেরার রাস্তায় ঝঞ্ঝা, বিজুলি কি ঊনবর্ষা, বন্দুক, বারুদ

শোণিত-আলতা পরে নাচো তুমি, আমি করি গান হাওয়াশিসে

আমাদের সংবেদনার ত্বক কবে যেন বৃক্ষক্ষর বাকল, খররোদে

পুড়ে পুড়ে যেচেছিল ভালোবাসা-ওষ্ঠ-ছোঁয়া সৌম্যপথিকের

ঊর্ধ্বমুখী ক্ষক্ষপ্র তৃষা, নিজেতে সেঁধিয়ে যাওয়া শিকড়বাকড়

 

তুমি কাঙালিনী, আমি নিরস্ত্র কাঙাল, বধ হয়ে পড়ে থাকি

সামান্য বলস্নমে, শরে, আমাদের মাধুকরী-বৃত্তির অঞ্চলে

ফোটে কামনাবকুল, নিত্য ঝরে, ধূলিসাৎ, জলে কি শিশিরে

তুমি চাও আমিও তাকাই, ছিন্নমূল বাস্ত্তহারা চড়ুইয়ের

চঞ্চলতা, নিরর্থক ক্ষক্ষপ্রগতি পরস্পরমুখে, বন্দি জানি

সোনার শিকলে, দুই-পাড়ে, মধ্যিখানে লোনাঝর্ণা, অন্ত:ক্ষরা।