মাসুদ পথিক

একাকী জমিন
জন্ম ২০ নভেম্বর ১৯৭৬, নরসিংদী
প্রকাশক : রোদেলা
একাকী জমিন

কবিতা শাখায় ২০১৩ সালের এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার অর্জন করেছেন মাসুদ পথিক। মাসুদ পথিক নবীন কবি, প্রগতিশীল সংস্কৃতিকর্মী। কবি হিসেবে ইতোমধ্যে তিনি নিজস্ব প্রতিভার পরিচয় দিতে সক্ষম হয়েছেন।
একাকী জমিন মাসুদ পথিকের ব্যতিক্রমী এক কবিতাগ্রন্থ। বাংলাদেশের গ্রামীণ জীবন, ক্ষয়ে আসা পুরনো মূল্যবোধ, প্রণয় আর প্রতারণা আর গোপন সব চেতনা মাসুদ পথিকের কবিতায় নিজস্ব ঢঙে চমৎকারভাবে চিত্রিত হয়। মাসুদ পথিকের কবিতায় থাকে দর্শনের ছোঁয়া। থাকে সেখানে দূরবর্তী অবস্থান থেকে দেখা স্রষ্টার নিরাসক্ত কিছু অনুভূতি। লোকায়ত জীবন আর হারানো জনপদ মাসুদ পথিকের কবিতায় নতুন মাত্রা নিয়ে হাজির হয়। কবিতার কাজ যে পাঠকচিত্তে সংবেদনা সৃষ্টি করা, মাসুদের পঙ্ক্তিমালা পাঠ করলে তা গভীরভাবে টের পাওয়া যায়। যেমন কবিতার ভাবে, তেমনি কাব্যভাষায় মাসুদ পথিক নীরব সাধনায় সঞ্চার করেছেন নবীন এক অভিজ্ঞতা – এই অভিজ্ঞতারই স্বাক্ষর বহন করছে তাঁর একাকী জমিন।

একাকী জমিন বইয়ের জন্য এইচএসবিসি-কালি ও কলম পুরস্কারপ্রাপ্তিতে মাসুদ পথিককে অবারিত অভিনন্দন।

Published :


Comments

Leave a Reply