মিথ্যে ও লোভের পোড়াগান

গোলাম কিবরিয়া পিনু

 

মিথ্যে যুক্ত হলে

আরো ভয়াবহ!

লোভ যুক্ত হলে

আরো ভয়াবহ!

 

মিথ্যে না থাকলে এতটা বিরূপ হতো না পরিস্থিতি

আগুনও লাগতো না বনে

নিরীহ বসতবাড়ি পুড়ে ছাই হতো না!

 

লোভ না থাকলে এতটা রক্তাক্ত হতাম না নিজেরা

নিজের ভাইকে কোনো ভাই খুন করতো না –

লুট হতো না গোয়ালঘরের গাভি

যে-গাভির দুধের জন্য মাতৃহীন শিশু

এখনো কাঁদছে!

 

মিথ্যে আর লোভ – সহোদর

তাদের তো বাড়ি নেই – ঘর নেই

আছে লেলিহান

আছে পোড়াগান!