মূল্যবোধ

শেলী সেনগুপ্তা

 

ভিজে যাচ্ছে অকালের বৃষ্টিতে

জমানো স্মৃতি, লুকানো ভালোবাসা,

একান্নবর্তী ঘরগৃহস্থি, মাঝরাতের শীৎকার,

জানালায় ঝুলে থাকা বিষণ্ণ বিকেল, লাল পেড়ে গরদ শাড়ি,

জলে ভিজে জবজব!

 

কী আশ্চর্য! নুয়ে পড়া কলাপাতাটার নিচে দিব্যি দাঁড়িয়ে আছি

দুর্ভেদ্য বৃষ্টির প্রাচীরঘেরা আমরা –

কেউ দেখছে না,

না বৃষ্টি, না দুর্মুখ প্রতিবেশী!

 

বৃষ্টিতে ভেসে যাওয়া ভূখ–র মধ্যিখানে

জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি …

 

একা

আমি এবং মূল্যবোধ।