মৃত চাঁদ

সুহিতা সুলতানা

শহরের সবচে’ মতলববাজ ছোকরা স্বেচ্ছাসেবিকার হাত ধরে
পালিয়েছে গতকাল। তারপর মানুষের ঈর্ষা বলে কথা!
স্তব্ধ রাতের অন্ধকারে অগ্নিদগ্ধ পথে ক্ষ্যাপা বাউল গেয়ে ওঠে
জীবনের গান। দূরে বহুদূরে দৃশ্যত এক বৃদ্ধ মাতাল সুরম্য নাস্তিক সেজে
বাড়িয়ে দিয়েছে ব্যক্তিগত গলা। এ সময় কে যেন ঝড়ো বৃষ্টির মধ্যে
দৌড়তে থাকে। কী চায় সে? সে কি আত্মহত্যা করবে? তার
আচরণ দেখে এরকমই মনে হতে থাকে। বিবর্ণ বিস্ময়ে মৃত চাঁদ
এসে পড়ে সমস্ত জীবনের ওপর। অতঃপর সমুদ্রের লোনা জলে ভেসে
যায়… পায়ের নূপুর, ক্রোধ, অগ্নি, ভ্রƒণ, নীল আলো আর রাতের অদ্ভুত ঘুম