যখন কেবল পাতা ঝরে

শুভাশিস সিনহা

যখন কেবল পাতা ঝরে,

গাছের পায়ের তলে আপন দেহের এই খসা অঙ্গমালা

তুমি কি দেখতে পাও, তোমারও আগুনরাতে

তখন শরীর থেকে পুড়িয়ে পুড়িয়ে লোমভস্ম ফেলে শয্যার ওপর

পাখি হয়ে গান করে ধাওন্ত হৃদয়

 

যখন কেবল পাতা ঝরে

ধূলির শরীরে মাখা হবে বলে,

কোনো এক বাওকুড়ানির ভালোবাসা

তখন পড়ন্ত দিনে তাকে টেনে নেবে

মাটির অঞ্চল থেকে অভিবাসনের নভোনীলে…