যাপিত জীবন

কাজী সুফিয়া আখ্তার

 

ক্যান্সার হওয়ার পরে

কী যে হয়েছে আমার!

শুধু মৃত্যুকে দেখি রয়েছে

দুয়ারে দাঁড়িয়ে।

অপারেশন, কেমোথেরাপি,

সবই তো ঠিকঠাক হলো

ডাক্তারের নির্দেশমতো চেকআপ

নিয়মিত ওষুধ খাওয়া

নিষ্ঠুর ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে

যাবার সময়

অসম্ভব সুন্দর এই পৃথিবীতে

মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ

সহজ-সরল একটা জীবন তো যাপন করেছি;

অতীত দিনের স্মৃতির ঝরনাধারায়

পূর্ণতার উজ্জ্বল ছবি দেখছি।

 

যাবার কথা মনে হলে কেন মন

বিষন্নতায় ভরে যাচ্ছে?

চোখের কোণে জমে জল!

 

চৈত্রের মধ্যদুপুরে জানালার বাইরে

নিমফুলের মিষ্টি মৃদু সুবাস

স্বর্ণকুঞ্জ প্রকল্পের দুই ধারে ছয়তলা বিল্ডিং

গা-ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে

মাঝখানে বারো ফুট চওড়া রাস্তায়

কমলা রঙের রোদ রয়েছে ছড়িয়ে

স্বপ্নের জাহাজ এখনো ভাসে উৎসবের আমেজে

চারিপাশে।

 

বন্যার পরে কৃষক যেমন খোঁজে

পুষ্ট ধানবীজ ও মিষ্টি পানি

আমিও খুঁজছি সজীব থাকার আশ্রয়

বাঁচার আনন্দের বীজ ও বারি।