যুগল

সাজ্জাদ আরেফিন

 

রোদের প্রহর

তুমি সামনে দাঁড়ালে

একটা সময়ও পাশে এসে দাঁড়ায়

তোমাকে দাঁড় করিয়ে রেখে

সময়টাকে দেখি –

 

না গোধূলি – না আলো-আঁধারি

কড়া রোদের প্রহর

আমাকে শাসাতে থাকে –

 

সাজাই আর ভাঙি

সব দরোজা জানালা খোলা

বাতাস গান গেয়ে গেয়ে

এঘর ওঘর ঘুরে বেড়ায় –

ফুলেরা বাধাহীন সৌরভ ছড়িয়ে রাখে

 

তুমি আসবে মনে করে

এমন একটি দৃশ্য

সাজাই আর ভাঙি –