যুদ্ধদিনের গান

রবীন্দ্র গোপ

ভোরের সূর্যটা ওইদিন উজ্জ্বল ছিল বেশি আরো
লাল টগবগে রক্তলাল গোলাপের চেয়ে বেশি
সবুজ মাঠের শস্য-বুকে বসে ছিল দীপ্ত সূর্য
বোন ছুটে আসছে ভাইকে পাবে নয়মাস পর।
ভাই ফিরে আসছে পতাকা উড়ছে আকাশে আজ
জয় বাংলা ফিরে আসছে বাতাসে বাজছে মুক্তির গান
পদ্মায় ফিরছে জেলে, জাল ভরে উঠছে রুপালি মাছ
আমন ধানের ঘ্রাণ আসছে কৃষক যাচ্ছে মাঠে।

পেছনে তাকালে বাংকার শব্দ চিৎকার আর্তনাদ
শব্দ ফেটে চৌচির আকাশ বাতাসে বারুদণ্ডগন্ধ
ওই ওই তো গেরিলা ফিরছে মায়ের স্নেহময় কোলে
সময় এবার যুদ্ধ শেষের পাওয়া বিজয় দিবস
আনন্দে উল্লাসে ঘরে ফেরার গানের ভালোবাসা
পেছনে তাকালে রক্তমাখা শার্ট শহীদ সন্তান।