যেসব ভোরের জন্য

দুলাল সরকার

যেসব ভোরের জন্য প্রকৃতির সম্মিলিত প্রয়াস

যে সমন্বিত প্রস্ত্ততি – বাতাস ও আকাশের

স্বাগতিক উচ্চারণে কচি আমন চারার

দুহাত তুলে নাচের মুদ্রা, বহমান নদীর পাড়ে পাড়ে

বোহেমিয়া পাখিদের নীল ব্যবহার

ঘরোয়া আলাপ সেরে বয়ে চলা নদীর সংলাপ;

শাপলা ফোটা প্রসারিত জলাশয়ে

পাটভাঙা নীলিমার লালাভ অাঁচল ছুঁইয়ে

এক মহিমান্বিত উদয়ের পালা,

এক হিরণ্ময় স্তব্ধতার প্রত্নকলা –

ধানশীষে দুটি উৎসুক প্রজাপতি দ্যাখোনি বলেই

জান না যে এই নির্জন নিঃশব্দ আয়োজনের পিছনে

কোন এক অচিন বাউলের নিঃসঙ্গ হস্তক্ষেপে

ফুটে ওঠে এক কিশোরীর মতো ভোর

তার বিমূর্ত বুকের নীল অবয়ব, ‘বউ কথা’ নকশি পাথার;

উদাসীন কিষানের দুধেল গরুর পিঠে

ভোরের সূচনা, শিশিরে ভিজে যাওয়া

নীল দুর্বার হৃদয় হৃদয় গন্ধ

তোমাকে শেখাবে জীবনের কোথাও কোনো অর্থ আছে

আছে কোথাও কোথাও গল্প জীবনের খোলা জানালার পাশে