রঙ্গ-বিভঙ্গ

আলোক সরকার

আত্মনির্ভর দেশ-কাল
তার মুক্তি সুপ্রাচীন
সেই বটগাছ, যার ডালপালায়
প্রবুদ্ধ ঝঞ্ঝার কৌতূহল;

প্রবুদ্ধ যা তাই দ্বিতীয় প্রেক্ষিত
বৃক্ষ অন্য তাৎপর্য, এমনকী
আঘাত বিপন্নতায় অন্য
মাঠ-প্রান্তর। আমরা

আঞ্চলিক দেশ-কাল
অস্বীকার করি।
সবকিছু পিতৃপরিচয়
সেই প্রবুদ্ধ, সেই ঝঞ্ঝার

কৌতূহল। কৌতূহল
নবনব রূপরূপান্তর –
সবকিছুই সেই প্রবুদ্ধ,
আমাদের কর্মনিয়তি

রূপান্তরের কর্মনিয়তি,
তাকে একটা ব্রতও বলতে পার।
সেই সুপ্রাচীন তার দেশ-কাল।
প্রতিমুহূর্তের রঙ্গ-বিভঙ্গ।