রাজনীতি

মারুফুল ইসলাম

 

ছিমছাম শুয়ে ছিল ছায়া হাতের দূরত্বে

রোদ হয়ে বাদ সাধে পুরনো কথক

ছবি হয়ে হাসছিল রোদ দীঘল প্রভায়

ছায়া এসে পাল্টে দিলো ছক

 

না না, এই ছবি মুছে যাবে কালি ও কলমে

পেনসিলে থাকে না পরমায়ু

কাটা মু- আঁকা হয় প্রাচীন হরফে

তোমার তরফে খরবায়ু

 

উপহার নেবে যদি নাও তবে স্রষ্টার আঙুল

মানুষের বংশ থেকে রক্ত ঝরে তুমুল বাস্তবে

ক্ষুদ্র আর বৃহতের অভিঘাতে

আমরা তো সর্বস্ব খুয়েছি সেই কবে

 

তার চেয়ে ঘুম ভালো

কেন আর এই বয়ে চলা মিছিমিছি

মুখে মুখে দুবেলা বাহবা

পিঠের আড়ালে ছি ছি

 

ভুলে যাই ইতিহাস

ধুয়ে ফেলি সমুদয় পরিচিতি

পর্বতমালার ঢেউ প্রহর রাঙায়

লেজ নাড়ে রাজনীতি