রাতের হাড়গুলো

হাসান হাবিব

 

যখন দৃশ্যগুলো অবাধ মিশে গেল উষ্ণ মেঘে

হিম পালঙ্কে ছড়িয়ে থাকা

বৃক্ষের আলস্য ফিরে গেল জানালায় –

রংচঙে শার্টগুলো উড়ছে বারবনিতার স্নানে…

 

মেঘের অনেক মুখোশ; দেয়ালের ভঙ্গি

কেউ বোঝে না – শুধু নদীর উষ্ণতা

বুক ভরে নেয় আদিম আকাশ

 

সে কত ঘুম তোলে। অবিরত লাঙল কাঁধে

একাকী নিশীথে ছোটে

হিম পালঙ্কে… প্রশ্নহীন