লালনের খাঁচা

প্রণবকুমার মুখোপাধ্যায়

মনের মধ্যে সহস্র মন
তার একটাতে কখন লালন
বসিয়ে গেছে আজব কী এক খাঁচা –
টের পাইনি সারা জীবন।
এখন দেখি, যখন-তখন
ছটফটাচ্ছে অচিন পাখির বাঁচা!

এই কিনারে ওই কিনারে
ডানায় এমন ঝাপট মারে
ভয় করে এই ছিঁড়ল শিকল বুঝি!
আবার ভাবি, অন্ধকারে
যাবার আগে আলোর পরে
নিজের সঙ্গে নিজেই খানিক যুঝি!

এই-যে পাখির ডানার ঝাপট
খাঁচার শিকে ঘষটানো ঠোঁট
বাহিরে রোজ ছিন্ন পালক পড়া,
এই তো স্পষ্ট এক দর্পণ
এর মধ্যেই প্রতিফলন,
তাবৎ জীবন, বাঁচা এবং মরা!