লোকগল্পের কবিতা

আমিনুর রহমান সুলতান

ঘোড়াদৌড়ের মাঠ পেয়েছেন যে খেলে যাবেন

ধলপ্রহর অবধি

ঘোড়া থামান ঘোড়া থামান

ঘোড়া থামে থামতে থামতে তো

কিছুটা সময় নেবেই

সময় সে কোথায় না নেয়, নেয় না বরং দেয়

দেয় মিছিলের কণ্ঠে; গণজাগরণ মঞ্চে

লোকগল্পের আসর পাতিয়ে বলে যায়

ভোরের দিঘিরপাড়ে গোসল সারা গৃহস্থ আর

চোরের কাহিনি, যে যাকে যেভাবে নেয়

কার জন্যে পেতেছেন এমন গল্পের সার

ঘোড়া থামান ঘোড়া থামান বলে

নিজেই ছুটছেন যজ্ঞের ঘোড়ার মতো