শব্দদূষণ, বায়ুদূষণ

শব্দদূষণ আমাকে ভীষণ ক্লান্ত করে তোলে
আমি ভীত হয়ে পড়ি
আমার মগজের ওপর দিয়ে রোলার চালায় ওই শব্দদূষণ
আর আমি তখন খুঁজে ফিরি নৈঃশব্দ্যের প্রসাদ

যে-শব্দ ভাষা নয় শুধুই কোলাহল
আমি তার পৃষ্ঠাগুলো উলটিয়ে রেখে দিই দ্রুত
আর চলে যাই সেইদিকে
যেদিকে অরণ্যের সুখণ্ডদুঃখ পাতার অস্পষ্ট মর্মরের
নিচে লুক্কায়িত

বায়ুদূষণ আমাকে অস্থির করে তোলে
আমি ছুটে যাই গাঢ় বনপলাশের দেশে
পৃথিবীর সব অশ্রু একত্রিত করে নদী
বয়ে চলেছে ওখানে
তালিমারা বাদাম উড়িয়ে ভেসে চলেছে জীবন
আর নিঝুমতা তার প্রসারিত ছায়া মেলে ধরেছে
ওই দিকে

মুখবেজার মেঘের মৃদু হাসির আভা ছড়িয়ে আছে
দূষণ-আক্রান্ত আমার মাথার চারপাশে