শরণার্থী

ওমর কায়সার

সড়কে বিছানো কাদা
তার সাথে মিশে ছিল খুন
তোমার অস্তিত্বজুড়ে তারই ঘ্রাণ
ধরো,
তুমি নিছক বাতাস
এক নদী ঢেউ ভেঙে সীমানা পেরোলে।

ভাবো
তুমি এক মীনশিশু
সমুদ্রের নুনে খেলে খেলে ধরা দিলে ধীবরের জালে
সতর্ক প্রহরা দৃষ্টি ম্লান করে
তুমি এলে ফড়িয়ার স্বার্থপরতায়।

ধরো
তোমার বেদনা ছুঁয়ে গেছে আকাশের নীল
তুমি পেয়ে গেছো ডানা
উড়ে এলে জুড়ে গেলে মিডিয়ার গুঞ্জনে
বসে গেলে রাজনীতিকের জটিল টেবিলে।

ভাবো
তুমি সব কিছু, নিতান্ত মানুষ ছাড়া
ক্ষুধাহীন, রক্তের প্রবাহ নেই
কষ্টবাহী কোনো স্নায়ু নেই তোমার শরীরে

তুমি শুধু শব্দ
বর্ণের বিন্যাসে
মানুষের বাকপ্রবণতা থেকে ছিন্ন হয়ে
পঙ্ক্তির প্রতিটি পর্বে ছন্দপতনের মতো
হাহাকার ছড়াতে ছড়াতে
কবিতায় আশ্রয় নিয়েছ।