শীতঘুম

তুষার কবির

 

শীতের কোরক খোলো – তোরঙ্গের নিচে আছে ওম

আরো আছে খড়কুটো; দেশলাই জ্বেলে দাও রাতে

কুঠুরির স্বর শোনো – বজরায় নিভে যায় মোম

বাইজির ভাঁজ খোলে, জ্বলে ওঠে কুমুদ মৌতাতে।

 

পুরনো পিয়ন হাঁটে ধূলিখামে কিশোরীর ঘুম

চিঠির গহিনে আছে অক্ষরের স্বাতিতারা স্বর –

কিছুটা তোমার কথা আরো শোনো জলের মাতম

তবে কেন হেঁটে যাই হাতে নিয়ে হরিৎ মর্মর?

 

এসব অচল কথা – শীতের রসদে জমে ভ্রম

ঘোড়ার কেশরে দ্যাখো জমে থাকে শীতের লিরিক

কোরকের ওম জাগে – খড়ের গাদায় জাগে প্রেম

সহিসের হাত কাঁপে; কেঁপে ওঠে ঝিনুকঝিলিক।

 

হারিকেনে নেভে আলো খুলে যায় রাতের অপেরা

শ্রীকৃষ্ণও মজে আছে – ভাঁটফুলে রাধার পিরিতে

তবে কি শীতের কাছে জমা আছে কুহক স্বপ্নেরা?

ব্যথা জাগে – শুধুমাত্র ব্যথা জেগে ওঠে এই শীতে।