শুধু ভালোবাসি বলে

খালেদ হোসাইন

 

এই যে তোমার সঙ্গে আলো আর অাঁধারের খেলা

দিন হোক রাত্রি হোক, কাছে থাকো অথবা সুদূর

আমরা তো ভালোবাসি, ভান করি ভালো না-বাসার

তর্ক করি ঝগড়া করি হৃদয়ে বসিয়ে দিই ক্ষুর

 

আনন্দের ভান করি – জ্বলেপুড়ে দগ্ধ হতে থাকি

যোগাযোগ বন্ধ হয়, কে কীভাবে শুরু করি ভেবে

মরমে মরেও যাই, তারপর আমাদের কেউ

‘আজ পূর্ণিমার রাত’ বলবার দায়টুকু নেবে।

 

অন্যজন চুপচাপ।  চারপাশে কত যে ব্যস্ততা

খাতার বস্তার নিচে চাপা পড়ে থেঁতলে থাকি না?

আরো কত কাজ আছে সংসার ও সমাজের দায় –

‘জীবনে বিধ্বস্ত তাই পূর্ণিমার খবর রাখি না।’

 

এইভাবে ফের শুরু কিছুক্ষণ নমনীয় স্বর

শুধু ভালোবাসি বলে পুনরায় শুরু হয় ঝড়।

Published :


Comments

Leave a Reply