শুয়ে আছে দীর্ঘশ্বাস

মিনার মনসুর

 

শুয়ে আছে দীর্ঘশ্বাস। মাটিও বিব্রত।

হাড়-মাংস গিয়েছিল খসে ঢের আগে –

তাচ্ছিল্যে-বিদ্রূপে; তবু সতত জাগ্রত

ব্যাকুল হৃদয় ছিল পূর্ণ অনুরাগে।

ছিল না সম্বল কিছু – চিরঅনিকেত।

ঘাসেও রাখেনি পা – সে কষ্ট পায় যদি!

আকণ্ঠ কণ্টক তার; বঞ্চনার প্রেত

তবু করেছে আদিম নৃত্য নিরবধি।

 

বণিকের বেটা করে নাই মাথা নত –

যদিও তৃষ্ণায় বক্ষ হয়েছে চৌচির;

যদিও সর্বাঙ্গে কালনাগিনীর ক্ষত;

যদিও হৃদয়ে বিদ্ধ শূন্যতার তীর।

ধূলির জীবন যার – শেষ ধূলিময়;

কে তার সাকিন খোঁজে – নাম-পরিচয়?