আমরা যখন পাখিপাখি খেলব, তুমি না হয় ভয়ানক ভুল করেই ফেলবে
তাই কি তোমাকে ছেড়ে যাব?

বাতাসকে কি ছেড়েছে কেউ, এতো ঘূর্ণি, ঝড়ের পরও

সেটা কি ঠিক হবে নদীকে জলহীন করা, নদী তো শুধু নদী না, কত জলস্থলচর প্রাণীর মা

আমরা যখন এখানে এসেছি, থাকছি, তাহলে কেন দূরে থাকব
শুধু শুধু কেন আমরা নিজেদেরকে সঙ্গশূন্য করব

কুমিরেরও যে সঙ্গী থাকে, হায়নার স্ত্রী
থাকে এক পায়ের জন্য অন্য পা, এক চোখের জন্য অন্য চোখ

আমরা যখন পাখিপাখি খেলি, যদি ভয়ানক ভুল করেও থাকি
তাই কি তুমি চলে যাবে?