সন্ধ্যায় বৃষ্টিমুখর

সৌম্য সরকার

 

সন্ধ্যায় বৃষ্টিমুখর একা বসে থাকা

আর কিছু দুঃখ আর কিছু সুখ চেপে রাখা …

 

আমাদের গলিত সময়ে

আমাদের গলিত প্রেমের কিছু

মন্ত্রমুগ্ধ পাখিদের ঘরে ফেরা … তাই দেখা …

সন্ধ্যায়

সন্ধ্যার পরে নিয়মিত রাত চলে আসে

আর কিছু তারা আর কিছু জোনাকির জ্বলা-নেভা

তাই শেখা

আকাশের কোল ভেদ করে

রাত শেষ হলে একা সূর্যের পথচলা

তাই ভাবা

মানুষের কাছে এইসব গল্পের

কিছু শুরু আর শেষ বলে যাওয়া!