সভাঘর

কালীকৃষ্ণ গুহ

 

তার কথা মনে পড়ে

ভাসে তার মুখখানি

লুকিয়ে চোখের জল

সে মুছেছে আনমনে।

 

তার গানে ছিল ছায়া

তার গানে অবসান

আকাশে কী-এক আলো

বিদায় নেবার দিনে।

 

দূরে যেতে গিয়ে দেখি

হিম পড়া শুরু হলো –

হিমের রাতের আকাশ

মায়াবী পথের চলায়।

 

কালবৈশাখি আসে

সময়ের এক বাঁকে

তার কথা মনে পড়ে

আজ সভাঘর ফাঁকা।