সময়ের কাছে নতজানু যত মেধা

সময়ের কাছে নতজানু হয় মেধা

আলোকের মাঝে তীব্র অন্ধকার

মেঘ নয় তবে মেঘের উপমা যত

তত ঢেলে দেয় শুভ্র চাদরে কালি

উজানের সাথে দূরপালস্নার ঢেউ

সংক্ষুব্ধ শরীরের কোষগুলো

অনতিক্রান্ত বৃত্তের ঘুরপাকে

মেধা ও মনন পাশ ফিরে শুয়ে থাকে

সময়ের কাছে নতজানু যত মেধা

পরিপূরকের বিপরীতে হয় নীল

একজীবনের হালখাতা খুলে দেখে দ্বৈরথে শুধু চিৎকার-চেঁচামেচি।

Published :


Comments

Leave a Reply