সমর্পণ

রিমন আহসান

তবে তুই নির্বোধ, বিদূষক এমনজনা
দুষ্কর তব দ্বিতীয় মেলে না।

বুঝিতে পারি না। ভেবেছি অমৃত গরলে।

না হলে কি আর ডুবিতিস ভর দুপুরে !!!

তৃষ্ণা ছিল ভীষণ। নির্বোধ কি আর বুঝিত তখন !!!

তবে মুল্য দে ? শুধিতে হইবে ঋণ।

সমর্পণ করিলাম সমস্তি আপনা। তবুও যদি শুধিতে পারি এ দেনা।

হোক – তবে তাই হোক। এর বেশি আর লাগে না।

সেই হেতু ই নির্বোধ আমি। সর্বজনে চতুরতা শোভা মেলে না।