সমুদ্রসংগীত

তুষার কবির

সমুদ্রও মাঝে মাঝে গেয়ে ওঠে তার রাতচেরা সেরেনাদ – মাঝরাতে আরো
শোনা যায় তার মার্মেইড স্বরে কান্না – দূর তাঁবু ও বাতিঘর থেকে উঠে আসে
রিনরিনে সাইরেন – মাস্তুলের হাওয়ায়
ভেসে আসে নৈঃশব্দ্যের ঘুমঘোর বীণা!

ঝিনুকের বুকঝিম্ ঘুম আর প্রবালের দুঃখগাথা নিয়ে সমুদ্রও মাঝে মাঝে বলে
ওঠে জলনূপুরের জমানো কিন্নরী – ফুঁসে ওঠা স্রোতকান্না – আর সূর্যাস্তের সান্ধ্য
মাধুকরী!

লণ্ঠনের নীলাভ আলোয় সমুদ্রের বুক থেকে উঠে আসে সরাইখানার গান,
ঘুমপিয়ানোর সুর আর ময়ূরীর ভগ্ন মনোলগ!

সমুদ্রের তীর ঘেঁষে দ্যাখো আমি শুনে নিই যত জলের পয়ার – মাস্তুলের
হাওয়ায় কে যেন বাজিয়ে যায় শুধু দূরের সেতার!