সমুদ্র শয়ানে

গোপাল মল্লিক

 

দয়ময়ীর বাগানে আজ

এমনিতেই একটু দেরিতে

ঘুম ভেঙেছে আমার

তুমি চলেছ চারদিনের সমুদ্র শয়ানে

 

সারাদিন আমার কী কাজ

এদিক সেদিক ঘোরাঘুরি, টুক্টাক্

ঘর-গেরস্থালি

 

বুড়ো মানুষের যা হয় –

তাতেও ভুল করি, দৌড়ে

জানালার কাছে যাই

এক অচেনা সাইকেল পিয়ন

এপাড়া দিয়ে যায় – আমাকে

চিঠি লিখবে কে

 

তুমি বদ্ধ-উন্মাদ স্নানে মাতো

বিয়ে করা বর সঙ্গে তোমার

আদরকালে

যাকে পাগল বলে ডাকো –

 

আমার কথা ভাববার ফুরসত-ই বা কই

আমি যে তোমার বিনা নম্বরের তুতো প্রেমিক,

মন মানে না, ভাবি, এতক্ষণে শয়ান

এবার টুক্ করে ভেসে ওঠার পালা আমার…