সমুন্নত দুঃখগুলি

আলোময় বিশ্বাস

 

সমুন্নত দুঃখগুলিই আমার চিত্রকলা।

আমার সংগীত আর জঙ্গম-ঘূর্ণি আবেগ

আমি তৈরি করি কিছু অনাকাঙিক্ষত

ব্যথার সংশ্রবে।

 

জীবনের সন্ধি-লগ্ন অসত্মগামী সূর্যের

মতো ঝুলে আছে লাল সাগরের উপর,

আমি কিছু অভিশাপ খুঁজে বেড়াচ্ছি

দেখি আর কী নির্মাণ করতে পারি?

 

এই সময়ে

সুরধুনীর জল আর পারুলের গন্ধ

নিয়ে কে আসে?

Published :


Comments

Leave a Reply