সরলতা

হাবীবুল্লাহ সিরাজী

 

ক্ষোভ ও খ্যাতির খতিয়ানে

সরলতা নানান প্রকার –

ধার কিংবা ভার

হ’তে পারে স্থায়ী অস্ত্র তার!

 

কর্ষিত মাটির আলিঙ্গনে

ইতস্তত তৈরি হওয়া স্বর

সারল্যের দ্বার

হ’তে পারে নত অস্ত্র তার!

 

অবিচ্ছেদ্য সহযাত্রা যদি

উৎসমূলভ’রে দেয় মিলে

সরলতা সার

হ’তে পারে পূর্ণ অস্ত্র তার!

 

সরলতা যতো, ওহে সত্য

মিথ্যা তার কতো অংশে

পেয়েছে জামিন?

কসুর তো জলের সরল

মুগ্ধ অস্ত্রে বিত্তহীন

প্রকৃত স্বাধীন!